বিষের ছিপি খোলা বোতলের
পাশেই একটা হাত; বুদবুদের ফ্যানা ভর্তি মুখ
মাথার কাছে একটা ছোট্ট চিরকুট;
মেয়ের নাম; ভাইটা কি তবে!
পোস্টমর্টেম শেষ হলো; ডাক্তার বলে গেলো
রক্তে বিষক্রিয়ার প্রভাব ছিলো প্রকট;
অর্গান ডোনেশান চায়, হার্ট নাকি এখনো নতুন।
চিরকুটটি হাতে ধরিয়ে সম্মতি দিলাম,
সাথে অট্টহাসি;যত্তসব মিথ্যে রিপোর্ট।
বছর পেরোলো,
ঘোমটা দিয়ে ফুলসজ্জার বিছানায় বসে স্ত্রী;
অপেক্ষা; শিহরিত হওয়ার মনবাসনা।
স্তনের অন্তরালে ফেলছে হরিণের নিঃশ্বাস,
আশা; পরমেশ্বর মেটাবে তার কামনা।
নেশায় বুদ হয়ে ফিরেছি,
প্রবেশদ্বারে দাড়ালাম, সাথে আছে প্রেমিকা।
দৌড়ে এসে ধপ করে লাগিয়ে দিলো দরজা।
পারমিতা শুনছো? দরজা খুলো- চেহারায় লুকোনো উচ্ছাস
দরজা ভেঙে দেখি বিছানা ফাকা,
বেনারসিতে ফ্যানের সাথে ঝুলছে তার লাশ।
পোস্টমর্টেম শেষ হলো; ডাক্তার বলে গেলো
গলার হাড়ে চাপ ছিলো প্রকট,
অর্গান ডোনেশান চায়, হার্ট নাকি এখনো নতুন।
বলতে গিয়েও থমকে গেলো মনে হয়,
প্রাণখুলে ফেটে পরলাম হাসিতে,
পুনরায় অট্টহাসি, যত্তসব মিথ্যে রিপোর্ট।