শত্রুপক্ষের কাছে ধরা পড়ে
দীর্ঘ দুই ঘন্টা পাষবিক নির্যাতন থেকে
মুক্তি চায় যে সৈনিক,
তার একমাত্র পথ
দাতের ফাকে থাকা ক্যাপসুলে ভরা সায়ানাইড।
জলজ্যান্ত দেশদরদী প্রাণ নয়,
পুড়ে যাওয়া অন্তঃদেহ থেকে
জাতীয় সম্মান এনে দিতে পারে যে শুভাকাঙ্খী,
সে তার অর্ধাঙ্গিনী নয়;
দাতের ফাকে থাকা ক্যাপসুলে ভরা সায়ানাইড।
নিরুপমা,
ভালোবেসে না হলেও; ঘৃণায় স্মরণ রেখো
স্মৃতিতে বেলকোনিতে রেখো
আমার প্রিয় সেই অর্কিড; যার পাতায়
তোমার ভালোবাসার জালিকা বুনেছিলাম।
তুমিহীনা এই ঘৃণিত জীবন চাইনা;
তোমার হাতে চাই প্রিয় মৃত্যু ; তুমিই হবে আমার
দাতের ফাকে থাকা ক্যাপসুলে ভরা সায়ানাইড।