পশ্চিম আকাশে কালো মেঘ
জমেছে রাশি রাশি,
তারি মাঝে শুনি
ধ্বংসযজ্ঞের হাসি।


ক্ষণিকের আবির্ভাবে_
উত্তাল তান্ডবের বিক্ষিপ্তভাবে_
পড়ে আছে;  আহত প্রকৃতি।


ক্ষনিকের ফুৎকারে
জীবনের গতি নড়ে।
অন্ধকারে পথ চলে
ভবঘুরে ভবে।


মুহূর্তের তান্ডব শেষে_
সবি নিশ্চুপ বেশে,
থেমে যায়।


খ্যাপা বৈশাখী তান্ডবে_
প্রকৃতি লন্ডভন্ড,
আগোছালো পড়ে রয়।