যখন গগনে মেঘ ভরে
মন তখন তোমায় সরে,
যখন নিরেট রোদ পড়ে
তখনো মন তোমায় সরে।


টিপ টিপ শব্দ করে
যখন গগন বারি ঢালে,
তখন এ মন  আমার
আনন্দে দোলে।


হুড়মুড় শব্দ করে
যখন বাজ পড়ে,
তখন  যে সে
ভয়ে মরে।


আর যখন সবই শান্ত হয়_
তখন এ মন বলে,
কোত্থেকে এলে?
আবার কোথায় চলে গেলে?