প্রকৃতির রুষ্টতায়
জীবজগৎ অচল প্রায়,
বাতাস বিনে জান আমাদের
ওষ্ঠাগত হয় প্রায়।


পূবের হাওয়া বয় না,
বৃষ্টি তাই আসে না ।
গরম ও কমেনা ,
ধরা  অশান্ত রয়।


এমন সময় কারেন্ট
আবার করে ছয় নয়!
বল ভাই,
কোথায় যেয়ে জান বাঁচাই?