এসো মুখোমুখি বসি
দরজার ওপাশে তোমার চতুরতার কন্টক
পোঁতা
কি নিদারুন ভাবে আমি পা ফেলি
পাতানো নির্ভরতায়
শুধু তোমার এক চিলতে ক্রুর হাসি
দেখবো বলে।
.
শরীরের চেয়ে বেশি ক্ষতবিক্ষত হয় হৃদয়
'পাছে লোকে কিছু বলে' এ মন্ত্রে
দীক্ষিত হই বারবার
পারো তো মানবিক হও,
শুদ্ধতার উদ্যানে হেঁটে এসো একবার
পঁচে যাওয়া হৃদয় থেকে গলিত শরীর
আমার অধিক প্রিয়।