যদি কখনো আমায় দেখতে
ইচ্ছে জাগে, আকাশ দেখো।
আমি তো আজ আমাকে দেখি
আকাশ-আয়নায়, আর তোমাকেও।
খুব মেঘ করে এলে বাইরে এসো,  
বরষায় ভিজো। আমি তো এখন
চোখের জলে সদাই ভিজি। বাইরে যদি
বেড়াতে যাও, নীল শাড়িটা পরে যেও।
আকাশের গায় ছড়িয়ে দেয়া আমার
দুঃখের রং শরিরে একটু জড়িয়ে নিও।
আমার এখন ১০৩ জ্বর, বরফ পড়া
তোমার বোস্টনের ঘর, গায়ে তোমার
শীত লাগলে হিটার-টা একটু বাড়িয়ে নিও।
অরুচি আর ঘুমের অসুখ আমার এখন
নাভিশ্বাস। ধরো আমি নেই আজ থেকে
আর, তবু আমায় দেখতে হঠাৎ ইচ্ছে হলে
তুমি আকাশ দেখো!