সবাই বলে পুড়ে পুড়ে সোনা খাঁটি হয়,
অপেক্ষার ফল মিষ্ট হয়। প্রশ্ন জাগে মনে,
আমিও কি তবে পুড়ে খাঁটি হচ্ছি। আমি কি
তবে খাঁটি ছিলাম না, এখনো নই? পুড়ছি
সেই কবে থেকে, আর কতোটা পুড়লে তবে
খাঁটি হবো? পুড়ে পুড়ে ছাই হয়ে গেলে প’রে
আমায় খাঁটি বলা হবে? তাহলে কি ছাই-ই
আমার ভবিতব্য খাঁটি অবস্থা? আর মিষ্ট ফল?
ছাইয়ের স্বাদ গ্রহণের ক্ষমতা থাকে কি?
সে কি জানে, টক কেমন? তেতো, অথবা
ঝাল কিংবা নোনতা, মিষ্টি স্বাদ। বুকে হাত রেখে
বলতে পারি আমি সৎ ছিলাম, আছি।
তবু অকারণ অপেক্ষা খাঁটি হবার, মিষ্ট ফলের।
অপেক্ষা এক মরণোত্তর পদকের।