এখানে আজো ইট আছে দেয়ালে,
তবে নোনা ধরা। জানলা, দরজার
কড়িকাঠ পচে-ক্ষয়ে পড়ছে সেই কবে থেকে।
চেনা আর অচেনা সাপেরা বসতি গড়েছে।
কিছু বাঁদুর, চামচিকে, মাকড়সাও আছে।
বসত-বাড়ী পরিত্যাক্ত হলে, এরাই থাকে।
হৃদয় দিয়েই বুঝেছি, এসবেই বাসা বাধে।
স্মৃতি আর দুঃখ গুলো ফ্যাকাসে সব স্বপ্ন গুলো
হাসির অভিনয় আর পাঁজরের নিচে যন্ত্রণা গুলো
এই আমাতে ভর করেছে, বাসা বেধেছে, শুধু
তুমি আমায় ত্যাগ করে গেছো বলে। বুঝেছি,
পরিত্যাক্ত হৃদয়, পরিত্যাক্ত বাড়িরই মতোন!