দুষ্টু আমার বুকের মানিক
মিষ্টি ঘুঙুর পা
ফুলপরীদের ছা
গাঁও-পাড়াটা মাতিয়ে রাখে
এই আমারই মা।

ছোট্ট করে হেটেই বলে
যাদু যাদু বোল
ভরায় সবার কোল
আনন্দে তার মুখের হাসি
খায় যে কেমন দোল।

কপালে টিপ আমার খুকুর
চাঁদের সাথে মিল
গালের ডানে তিল
রূপের কাছে হার মানেরে
আকাশভরা নীল।

পুতুল খেলে একলা মনে
যখন জাগে সাধ
দেয়না তো কেউ বাঁধ
তারে ছাড়া ভাল্লাগে না
একটাই আমার চাঁদ।