ফুল ফুটুক আর নাইবা ফুটুক
বসন্তের এই দিনে,
ঝুপুর-ঝুপুর শুকনো পাতা
বাঁজনা তোলে টিনে।


পাখিরা সব ডাকছে বাসায়
পেঁড়ে তাঁ দেয় ডিম,
আম-বকুলের গাছের বনে
কেটেই গেলো ঝিম।


কি আনন্দ! টুনটুনিদের
দিগন্তে যায় ছুটে,
ঘাসফুলেরা বসেই আছে
কার আশাতে ফুটে!


টসটসে ওই বাগান সাজে
সদ্যফোটা ফুলে,
মৌমাছিরা চুমুক টানে
কেমন করে ঝুলে।


ওদিক থেকে পড়ছে ঝরে
ঝরঝরিয়ে পাতা,
নতুন কচি অংকুরে ফুল
ঠেলছে যেন মাথা।


ঝাঁপটা আসে দখিন বায়ুর
উদাস উদাস মন,
টাচ্ করেছে সদ্যফোটা
গোলাপ শিহরণ।


আমবাগানের কচি ডগা
সোনা রঙের কুঁড়ি,
বকুল,গাঁদা,পলাশ ফুলে
কে পরালো চুড়ি!


ফুটছে রঙিন হেলায় থাকা
বাঁজে গাছের ফুল,
সুগন্ধে সব দূর করে দেয়
মনের যত ভুল।


আজ এসেছে বসন্ত এই
শুকনো ভরা মনে,
পড়লো সাড়া জাগে ওদিক
গাছগাছালী বনে।