আজ কেনো তোর মুখটা ভারী
ঠোটটি কাঁপা কাঁপা,
কষ্টগুলো জমছে যা যায়
অশ্রু জলে মাপা।


আজ কেনো তুই এমন করিস
কালো মেঘের মত,
ঈদ মানে কি বুঝিসরে তুই
সুখেই লাগাস ক্ষত।


আজ যেন এক আকাশ বুকে
দুখের পাহাড় জমে,
বুঝলি না তুই একবারে ও
প্রতি শ্বাসের দমে।


আজ থাকিনা ভাল আমি
তোর কারণে তাই,
বিবেকহীনা তোর কারনে
আমি নিরুপায়।


আজ আমি তাই দুহাত তুলি
ভাল হবার জন্য,
আয় বুঝে হ ভালরে তুই
আমায় করিস ধন্য।