কদম ডালে ফুল ফুটেছে
ডাহুক ডাকে ওই,
আয় ছেলেরা খেলবো এবার
পানিতে হইচই।


রঙিন ফুলে ঠোট মেলাবো
আজকে তো নেই মানা,
পদ্ম বিলে কাটবো সাঁতার
মেলাবো দুই ডানা।


ছুটবো আবার পিছু পিছু
ফড়িং ঘোরা মাঠে,
নেই যে মানা আজ সারাদিন
সূর্য গেলেও পাটে।


খেলবো খেলা মাখবো ধুলো
আজকে হলে ছুটি,
আয় না তোরা দল বেঁধে রে
একসাথে আয় জুটি।


মেলবো আখি ঘুরবো শুধু
ফুলপরীদের সাথে,
মেঘের ভীড়ে যাই হারিয়ে
দোষ কিবা হয় তাতে!


আয় ছুটে সব বাঁধন টুটে
খেলবি যারা আয়,
এই কলরব দেখুক আকাশ
নীলচে সীমানায়।