কতদিন হলো মাগো
শুনিনা সে ডাক,
সোনা-মনি, যাদু, পাখি
বলা' কোটি লাখ।

কত ত্যাগ তিতিক্ষা
ব্যথা-জ্বালা সয়ে,
বড় করে গেলে তুমি
মূল ছায়া হয়ে।

পারিনাতো মাগো আর
সরলতা নিয়ে,
রাখো না মা! ঢেঁকে তুমি
মায়াচল দিয়ে।

আসবেনা ফিরে আর
কেন তো না জানি,
কেউ নেয়না গো মা
বুকে তুলে টানি।

ফিরে এসো মা আমার
ক্ষুধা এই বুকে,
তুমি চলে গেলে! আমি
আজো নেই সুখে।