বেশ শুনেছি,আজব খবর
আজব বাঁধামন,
আকাশ হলো উর্দ্ধে ছাওয়া
নিচেই পাটাতন।


ঠিক শুনেছিস হেলান দেয়া
দূরের সবুজ গাঁ,
এসব অপার মহিমা হায়
প্রভুর কারিশমা।


গভীর তলে খনিজ রাখা
মাটির ভাজে দেখ,
জানছি পড়ে বইয়ের পাতা
সব করে তা এক।


মহাকাশে বিশ্ব হাসে
দিনের পরে রাত,
চাঁদের সাথে কইতে কথা
যা হয়েরে কাঁত।


জিকির করে কচি প্রাণী
চলতি পথে দেখ,
ভ্রমর জপে গুনগুনিয়ে
তাদের থেকে শেখ।


সবকিছুতে আজব পরশ
আল্লাহ আল্লাহ রব,
তিনিই করলেন সৃজন আমার
বিশ্বজাহান সব।