ছায়াঢাকা পথঘাট সুশীতল হাওয়া,
আঁকাবাঁকা গলি সব যায় সেথা পাওয়া।
মৌ মৌ গন্ধটা বিল থেকে আসে,
ঝরাফুল ধান খসে সুরভীটা ভাসে।


লোকজন সাদাসিদা সব জন যাত্রা,
মিলেমিশে একমন আমাদের চাতরা।
লোক আছে ভোট দেয়া গোটা চারশত যে,
আর আছে শিশু কচি কাচা যেন কতযে!


সরুকাঁচা রাস্তাটা বেঁকে গেছে ওইদিক,
দুটিধারে গ্রামবাসী সেজে আছে বৈদিক।
মাঝখানে ফুল হয়ে ফুটে আছে ইস্কুল,
দুইধারে লোক যেন এক নদী দুইকুল।


একধারে বাস করে মুসলিম ভাইভাই,
আরেকপাশে সনাতন ধর্মের বাস তাই।
দুইজাতে একমন একগ্রামে থাকছি,
মিলেমিশে সরলতায় সবক্ষণে রাখছি।


ইবাদত করে যারা ধার্মিক মুসলিম,
ঈদগাহ মসজিদে করেযে তসলিম।
মন্দিরে হিন্দুরা যেতে চায় যারমন,
ফুলে সাজে চারিদিক সব পূজো পার্বণ।


খেলা করে ছেলে মেয়ে মিলে মিশে সাথে,
বিকালের মজা এই মিশে থাকে রাতে।
উঁচু ব্রিজ মাথা তুলে দেয় এক মাত্রা
সুখে দুখে আছি বেশ আমাদের চাতরা।