আমাদের বড় খালু
বড় রগচটা
সারাদিন আমাদের
সাথে দেয় খটা।


ছেলে-মেয়ে যদি দেখে
হাত চুলকায়,
লাঠি পেলে করেনা তো
কোন ভুলটাই।


খালু দাঁত মাজে নাতো
হাসেনা যে গাল,
ভকভক মুখ তার
রয় বেসামাল।


খালুজান মেজাজেই
এতো খিটখিট,
সারাদিন কতো ছেলে
হয়ে যায় ফিট্।


করি কাজ যত ভালো
তাও তার রাগ,
খালু শীতে কেঁপে কেঁপে
বলে ভাগ ভাগ।


আমরাতো আড়ালেতে
মুখ ভ্যাঙচাই,
খালু তোলে আলু,বালু
মুখ পুঁড়ে ছাঁই।