ধানের বনে দোল খেলে যায়
পবন নায়ের মস্ত ঢেউ,
শ্যামল গাঁয়ে জাল বুনে যায়
জেলের হাতের যুক্ত ফেউ।


আকাশ নীলে মিল রেখে কেউ
রঙের খেলায় দিচ্ছে ডুব,
হাটের শেষে গোল থেমে যায়
হঠাৎ সেথায় নিচ্ছে লুপ।


রাখাল ছেলে মাঠ চলে যায়
গরুর পালেই কণ্ঠে সুর,
ইথারে বিল ঢেউ খেলে যায়
পাশ এলাকায় ভরদুপুর।


মাড়িয়ে ফুলে ফুল পাখি সব
ঘুরিয়ে ফিরিয়ে গন্ধ নেয়,
বাতাস ডেকে মেঘ ফুড়ে কেউ
প্রেম বিরহের ছন্দ দেয়।


আমার দেশে সুখ হেসে যায়
সবুজ মাঠের মুগ্ধ ধানে,
কৃষক খুশি সব ফেলে তাই
কাটায় সময় নিত্য গানে।


ফুলের রেণু গায় মেখে সব
দারুণ আহা ফুলের পাড়া,
পেখম মেলে সাজ সমাদর
চমক মেলে রাতের তারা।


নদীর ধারে কাঁশ দুলে বেশ
নরম পরশ মিষ্টি লাগে,
হাসের দলে মন যেতে চায়
একসাথে ডাক সৃষ্টি ভাগে।