আমার গাড়ী চলছে সোজা
ঝক ঝকাঝক ঝক,
এই গাড়ীতে আছড়ে পড়ে
সাদা ডানার বক।

আমার গাড়ী কেমনে চলে
টম টমাটম টম,
বাতাস কেটে দাঁপিয়ে চলে
দুপুরে হরদম

আমার গাড়ীর বেল ব্রেকে
বাঁজেনা ঝনঝন,
এমন জোরে চলছে গাড়ী
শন শনাশন শন।

আমার গাড়ী হাওয়ায় ওড়ে
সরে দাঁড়াও সব,
ধুলো উড়ে পথগুলো যে
সাদাতে ধবধব।

আমার গাড়ী উতলা ঘোড়া
ঝুল ঝুলানো ডাল,
এই ডালেরই মজার গাড়ী
আমি গাড়ীয়াল।