চাঁদের দেশে পাহাড় চূড়ো
দাঁড়িয়ে আছে ঠায়,
আমার খোকা ভর করেছে
সত্যি ঘুমের নায়।


তারার দেশে মিছিল করে
দেও পরীরা মিলে,
মিথ্যাবাদীর শাস্তি তাদের
একগালে খায় গিলে।


ঘুমের দেশে ঘুমপরীরা
খাবার নিয়ে যায়,
মিষ্টি আমার খোকার চোখে
আয়রে ঘুম আয়।


রাজকুমারীর সাথে হলো
পরীরাজের বিয়ে,
এই খবরে আকাশ মাটি
এক হয়েছে গিয়ে।


বিয়ের খাবার কত মজা
সবাই বসে খায়,
আমার খোকার চোখে ওরে
আয়রে ঘুম আয়।


রাতের পাখি চাঁদের সাথী
তারার আনাগোনা,
গল্পে তাদের নিত্য আসর
আধারে যায় শোনা।


চাঁদ মামাটা তারার সাথে
এসো আমার গাঁয়,
ফুলের পাখি খোকার চোখে
আয়রে ঘুম আয়।