তুমি শুধু পিতা নও
তুমি প্রিয় সাথী,
যার ছোয়া গড়ে তোলে
উন্নত জাতি।


শত কাজ কত কাজ
তুমি করে যাও,
তুমি আশা শেষ বাতি
ভেসে চলা নাও।


রোদে পুড়ে দেহ খানি
কুচকুচে কালো,
ব্যথা জ্বালা সয়ে তুমি
মুখে হাসি ঢালো।


বাবা তুমি কত ভালো
তুমি কত সৎ,
তুমি চাও হতে রাজি
মধুময় পথ।


এই মহা জ্ঞানী মুনি
শ্রমজীবি বাবা,
তুমি এই বুক জুড়ে
ছায়াময় কাবা।


প্রভু দাও লীন করে
দুখভরা মুখ,
বাবা যেন পায় শুধু
স্বর্গীয় সুখ।