নিকোষ কালো ঘুটঘুটে রাত
অন্ধ অবিরত,
আগলে রাখেন দু'হাত ভরে
বিপদ আসুক যত।


ভোর বিহানে ঘুমছেড়ে যান
নামায আদায় সব মুসলমান
সূর্য ওঠার আগে,
বাইরের কাজে যোগেন আবার
তাড়না খুব আমার বাবার
কতই মধুর লাগে!


আধার রাতের থমকানো ভোর
চাঁদের আলোয় চমকানো ঘোর
লাগে তাঁকে ছন্দভুলো,
চালচলন তাঁর অনেক সোজা
মলিন মুখ দেখে যায়না বোঝা
বুকেই জমা কষ্টগুলো।


গরম হাওয়া বুকেই যে তার
যতই আসুক চেঁপে,
ঠান্ডা পরশ আদর মায়ায়
প্রকাশ করেন ছেপে।