বাংলাদেশে বাসকরি ভাই
বাংলা আমার মন্ত্ররে,
হৃদয় বাজায় সকাল-দুপুর
বাংলা ধ্বনী যন্ত্ররে।


আমরা সবাই মিশেই আছি
ভাইয়ে ভাইয়ে বন্ধনে,
সুবাস ছড়ায় মিষ্টি মায়ায়
হরেক ফুলের চন্দনে।


বাংলা সরল মায়ের হাসির
নিত্য নতুন সৃষ্টিতে,
পুরো শরীর ভেজা আমার
বাংলা বর্ণ বৃষ্টিতে।


বাংলাতে গাই বাংলা কথায়
সৃষ্টি কতো নাট্যকার,
বাংলাকে এই ছিনিয়ে নিবে
এমন আছে সাধ্যকার?


বাংলা ভাষার জন্য জীবন
দিতেই পারি বারংবার,
বাংলা আমার রক্ত স্রোত
বাংলা আমার অহংকার।