ইথার হয়ে উঠছে ভেসে
বাংলা প্রতিধ্বনি,
বাংলাদেশেই বাংলা কথা
বলি সকল জনই।

বায়ান্নতে বাংলা এলো
ফেব্রুয়ারী মাসে,
এই মাসেতে ফুলকলিরা
পাপড়ী মেলে হাসে।

বাংলাদেশের নদী চলে
বয়ে কীর্তিনাশা,
তারই সাথে খলখলিয়ে
চলে বাংলাভাষা।