চার চারটে করলো বিয়ে
বিয়ে পাগলা মতি,
এই কারণে জায়গা-জমি
হলো এমন ক্ষতি।


প্রথম বিয়ে করলো বুড়ো
জমি ছিলো কাবিন,
সেই বউটা চলেই গেলো
জমি নিয়ে, ভাবিন!


দ্বিতীয় বিয়ে করেই মতি
সুখেই ছিল বেশ,
বউয়ের উচু দাঁতের হাসি
সুখের নেই শেষ।


বউটা খেত কিলও ঘুষি
এদিক ওদিক গেলে,
সেই কিলেতে মরলো আহা!
এই অভাগীর ফেলে!


তারপরেতে আনলো ঘরে
চাঁদের মতো বউ,
রূপের ঝলক মধু বনে
পড়তো ঝরে মউ।


দারুণ খুশি মতি মিয়ায়
কিন্তু অবাক কাজে,
পরীর মতো বউটা নাকি
হয়েই গেছে বাজে!


পালিয়ে গেলো তাকেই ছেড়ে
বাড়ির সবই নিয়ে,
অন্য ছেলের সাথে সে বউ
করলো আবার বিয়ে।


বিয়ের বড় আকাল আহা
মতি মিয়ার মনে,
এই দুখেতে যায়না দেখা
হারিয়ে গেলো বনে।


দেখে বনেই সুন্দরি এক
হুরের মতো পরি,
কোন দুখেতে সেও নাকি
দিচ্ছে গলায় দড়ি।


দেখতে পেয়ে মতি পাগল
দ্রুত গিয়ে বাঁচায়,
তাকেই বিয়ে করেই মতি
বন্দি হলো খাঁচায়।