নীচ থেকে ওই বিড়াল ডাকে
ওরে ইঁদুর গেছো
তোমায় খুঁজি, ঢুঁ মেরে কও-
কোথায় পালিয়েছো!

ইঁদুর তাকায় পাতার খোলে
পিটিসপিটিস চোখে,
সামনে শিকার দেখেই বিড়াল
হামলে পড়ে ঢোকে!

বিড়াল যখন খাচ্ছে গিলে
গেছো ইঁদুরছানা
মা গেছোটা পেছন থেকে
করছে তাকে হানা।

মিঁয়াও বলে গাছ ছেড়ে ওই
বিড়াল হলো কাত
ধপাস করে পড়ে বিড়াল
হারালো তার দাঁত!