হিংস্র স্রোত দাপিয়ে নিল
শিশু যুবা কন্যা,
ডুবল গোয়াল পশুর বাথান
ধ্বসেই দিল বন্যা।


উপছানো ঢেউ ভাসিয়ে নিল
কত আপন-স্বজন,
ঝুলছে লাশ ঐ গাছের ডগায়
শত ডজন ডজন।


আষাঢ়ধারা বৃষ্টিতে নয়
বন্যা তবে কিসের!
হাবুডুবু খাচ্ছে মানুষ
বাড়ছে জ্বালা বিষের।


কার পাপের এ ধ্বংসলীলা
বিলীন আগের রুপ,
ঘরছাড়া এ লাখো মানুষ
পানিতে চুপচুপ।


পেটে এখন ক্ষুধার জ্বালা
আছেন যারা বেঁচে,
নজর বিলাও সহায়তা দাও
মনের জমিন সেঁচে।