গাছের ডালে পিউ-পাপিয়া
বন-বীথিকায় ঢেউ,
রিনিকঝিনিক ছন্দ তোলে
পথের মাঝে কেউ।

আকাশ আছে হীমেল সাজে
দুঃখ-জ্বরা তাইতো লাজে
ফুটছে গাছে ফুল
আনন্দে মশগুল
সবুজ পাতার ডালের ফাঁকে
ঝুলছে কিসের দুল!

ফুলের মধু ভ্রমর টানে
গুন গুনাগুন বাজছে কানে
দারুন দেখায় রূপ
সেটাতেই নিশ্চুুপ
শিশির ফোটা আছড়ে পড়ে
টিনেতে ঝুপঝুপ।

পাখ-পাখালীর ঠোঁটে ফোটে
মধুর কোনো গান,
মনটা নেচে খুশির জোয়ার
করে যে আনচান।