বৃষ্টি এলো কুটুমবাড়ি
বৃষ্টি এলো ঝেঁপে,
বৃষ্টিজলে খেলছে খুকু
পা দু'টি সে মেপে।

বৃষ্টি এলো ঘাসবনে
টাপুরটুপুর বাঁশবনে,

বৃষ্টি এলো এলোরে
দৃষ্টি নিচে গেলোরে।

মেঘপরীদের ঘোমটা কালো
রঙধনু রং শাড়ীতে,
বৃষ্টি ধুইয়ে আসলো দিতে
ছোট্ট আমার বাড়ীতে।

ছন্দ হয়ে গাঁথলো বিল
মেঘ লুকালো আকাশ নীল,

বৃষ্টি পড়ে পড়েরে
ফোটায় ফোটায় ঘরেরে।

বৃষ্টি এসে মিললো মাঠে
মিললো হাটে-ঘাটে,
তেতুল মুখে টকেই শিশু
জিভখানা সে চাঁটে।