আর দেবোনা এই দিলাম যা
দুধ মাখানো ভাত,
এইটুকু ভাত নাওনা সোনা
হিরের কণা চাঁদ।


উড়ছে মাছি গন্ধ পেয়েই
নিচ্ছে দেখো ঘ্রাণ,
মুখটি তুমি ফিরিয়ে কেন
আমার কচি প্রাণ।


মাছের মাথা ঘন্ট পায়েশ
গন্ধ বেজায় শুঁকে,
এতো এতো মজার খাবার
নাওনা তুলে মুখে।


সবজি ডালে ভুন-খিচুড়ী
মজার যেন স্বাদও,
এসব রেখে মুখ ফিরিয়ে
কেন এতই কাঁদো।


ময়না পাখি যাদু আমার
চোখের মনি শোনো,
খাওনা তুলে চাইনা কিছু
অন্য কথা কোনো।