চায়না থেকে আয়না নিতে
বায়না দিলো বিড়ালে,
চেহারা তার দেখবে কেমন-
থপাস করে জিরালে।

নাকের নিচে গোঁফের বাগান
লেজ উপরে পাকানো,
বোডি ফিগার নাদুসনুদুস
আচ্ছামতো ঝাঁকানো।

সাদার উপর কালো পশম
তুলোর মতো তুলতুলে,
আয়না ছাড়া যায়না বোঝা
হাত পড়ে যায় ভুলচুলে।

চায়না থেকে আয়না এনে
দেখবে শরীর সকালে
দেখবে আরও এটা নিয়ে
কেউ কখনও ঠকালে!