এইতো দারুণ! লিখবো মজা
খোপের মতো ঘর।
বর্ণগুলো দু'ভাগ করাই
ব্যঞ্জণ এবং স্বর।


বাংলা ভাষায় অ আ,ক খ
একটি করে সর্ণ,
সহজ করে পড়তে হবে
হাত ঘোরানো বর্ণ।


মধুর মতোই বর্ণমালা
ফোটায় ফোটা রস,
অংকে মজার খেলা আছে
পাঁচে পাঁচেই দশ।