মিষ্টি লাগে পাখির মতো
ছুঁড়ছে বুলি খোকা,
কচিমুখে ফোকলা হাসি
দাঁত খেয়েছে পোকা।


সামনে ফাঁকা যাচ্ছে দেখা
পুরো ভেতর গাল,
সেই ভেতরে পোঁকাগুলো
মারছে ঢ়েন টাল।


টানাকথা বাধছে না তার
গলায় নিয়ে ঢোক,
কথায় ঝরে কথার মালা
চমক লাগে চোখ।


কিছু দাঁতের রঙ হয়েছে
ভ্রমর মতো কালো,
আদরকাড়া কথাযে তার
অনেক লাগে ভালো।


দাঁত খেয়েছে পোকায় তবু
লাগছে তারে বেশ,
তোতলা কথা শুনলে সবে
হেসেই যেন শেষ!