সবদিকে তালা দেয়া
সামনে যে ঘর,
সারি বেঁধে আছে লোক
যেন পরপর।

বাইরে তো সবুজেরই
বেঁড়া দেয়া লক,
-তারপরে সাদা বাড়ি
করে চকচক।

কিছুদূর যেয়ে দেখি-
ঘরখানি লাল,
সেইখানে কালো লোক
রয় কিছুকাল।

বলো দেখি-ঠিক করে
কার এই বাড়ি!
-কালো লোক বাস করে,
বেশ সারি সারি?