পাপাচারী ফেরাউন ছিলে
মিশর রাজের ডন,
কোথায় আপন দাম্ভিকতা
চিন্তা করেই কন।


নমরুদ জাহেল বিষ কলিজা
কোথায় আগুন পূজো!
কোন অহংকার জ্বালিয়ে ছিলো
অন্ধকারেই খুজো।


ইয়াজিদ খুনি নিষ্ঠুর তোরা
দীলতো তোদের নেই,
হীংস্রতা তোর হার মেনেছে
বনের পশুতেই।


তোদের জন্য সুখের ধরার
ফুরিয়ে গেছে দম,
তোরা শোকের আনলি মাতম
দশই মহররম।


দুটি চোখে ঝরছে ধারা
শুধুই বাঁধাহীনে,
আজকে স্মরি ইমান গড়ি
বিষাদভরা দিনে।