এই প্রথমবার কাটিয়ে দিলাম
খুশির এমন দিনটা,
ঈদের দিনে অনেক দূরে
মাথায় হরেক চিন্তা!


গাঁয়ের মাঠে ঈদের আমেজ
ঈদের পরে ফোটে,
দুষ্টু-মিষ্টি বন্ধু সবাই
চতুর্দিকে ছোটে।


শিশুর গায়ে রঙিন পোশাক
ঠোটে ওঠে হাসি,
মা-বোনেদের শাড়ীর ভাজে
আদর রাশি রাশি।


মোনাজাতেই বন্ধুরা সব
আমরা দু'হাত তুলি,
ধনী-গরীব বুক মিলিয়ে
করি কোলাকুলি।


যে থাকুক ঐ দূরেই সবাই
ঈদের দিনে পাশে,
সবার সাথে মজায় কাটে
শিশির ভেজা ঘাসে।


এমন দিনে র'লাম দূরে
পড়ছে মনে খুব,
মায়ায় ঘেরা সত্যিই দারুন
গ্রাম-প্রকৃতির রুপ।