ডুবলো দূরে সূর্য পাটে
দীঘির স্বচ্ছ জলের ঘাটে
আধার এলো যেই,
দীঘির পারে ওই আকাশে
সাদা দেখায় বেশ বাঁকা সে
চাঁদটা নাকি সেই।


ছেলেমেয়ে চিৎকারে সব
নাড়িয়ে দিলো ভিত,
আল্লাহ, আল্লাহ করেই বলে
কালকে হবে ঈদ।


কালকে হবে ঈদানন্দ
খুশবু আতর কী সুগন্ধ
মিলবো বুকে বুক,
পরবো গায়ে নতুন জামা
কিনে দিবেন সুইট মামা
লাগছে কী যে সুখ!