সাজ-সমাদর ডানায় ডানায়
ডগায় ডালের পিঠে,
ঈদ হলে তাই লাগে  আহা
কোরমা-পোলাও মিঠে।


ঈদের ভোরে আযান শুনে
হৃদয় ওঠে নেচে,
পরবো আহা জামা-কাপড়
নতুন করে কেঁচে।


ত্রিশটা দিন সবুর করে
করবো আজই খুশি,
আনন্দ যা রাখছি বুকে
একটা বছর পুষি।


ঘুরবো দুদিন গাঁও-গেরামে
ঘুরবো বেলায় দিনে,
ঈদ-রোজার এ খুশির আমেজ
নিক না সবাই চিনে।