শান্তি এলো শান্তমনে বুকের ছাতি খুলে
এডিট করা উঠলো আকাশ দুলমি দোলা দুলে
বৃষ্টি হলো ঝুমুর ঝুম
শান্তি দিলো কপাল চুম
কাঁধে আমার কাঁধ মিশিয়ে
ভিজলো রঙিন মন
ঈদ এসেছে মনটা আহা খুশিতে টনটন!


অন্ধকারের গন্ধ যখন বন্ধ ঘরের দ্বারে
দূর আকাশের নূর এসেছে মানবকূলের ধারে
পরাগ ধোয়া মধুর ফুল
পরশ পেয়ে কী তুলতুল
সৃষ্টিকূলের ছন্দমালার
সুর শুনে যায় কান
ঈদ এসেছে মনটা নেচে হয়েছে আটখান।


মেঘ ফুঁড়ে ওই অন্ধ আকাশ হাসলো সাদা চাঁদে
মনটা রঙিন ছেলেমেয়ে কত্তকিছু বাঁধে
গরীব মেলায় ধনীর কাঁধ
উথলে ওঠে খুশীর বাঁধ
কারণ ধনীর ভেতর আছে
গরীব জনের হক
ঈদ এসেছে মনটা আমার খুশিতে চকচক!