দিন ক্ষণ মনে নেই
এক বনে থাকতো,
বড়গোঁফী হুলোবিড়াল
খুব তারই রাগতো।


সাপ-বিচ্ছু হাঁস মোষ
খুব তারে মানতো,
এই বনে জ্ঞানী রাজা
সেই বলে জানতো।


উঁকি দিয়ে একদিন
শেয়াল এটা দেখলো,
ঘুরপ্যাঁচে মাথা তারই
কিছু বুঝি ঠেকলো।


বনমালী বাঘ ছিল
এক বনে দাঁড়িয়ে,
তারে শেয়াল বলল
আরো কিছু বাড়িয়ে।


রাগে কাঁপে গরগর
দাঁতে দাঁত ঠেকিয়ে,
হুলো ফুলো তুলো করে
দিল তারে দেখিয়ে।


যার আছে বল বেশী
বন হল তার যে,
বাঘ বনে রাজা হল
ভয় নেই আর যে।