একঘেয়েমী জীবনখানা
ভাল্লাগেনা আর,
ধুকে ধুকে সময়গুলো
হচ্ছে কেবল পার।


ভোরের আলো ফোটার আগে
ছুটতে হবে কাজে,
গভীর রাতে ফিরছি বাড়ী
সইতে পারি না যে।


বাড়ীর কোথায় কি আছে যে
স্মৃতি সবই যেন,
সবাই করে কাজ বাড়ীতে
দূরেই আমি কেন?