ভোর হলো রাজপথে
ভাজকরা দুপুরে,
ঘুম ভাঙে নিক্কণ এ
খুকুটার নূপুরে।


রোজ বেলা যায় তারে
খেলাধুলা গণনা,
আয় খুকু পড়ো এসে
কেনো তাও শোননা?


ওই খেলা করো তুমি
খেলেছিলে কালকে,
এইবারে খেলা ছেড়ে
বরে নাও সালকে।


বড় হয় সেই জন
পড়াশুনা করে যে,
আলোকিত করে দেশ
পড়ে পড়া ঘরে যে!


খুকুমনি খেলা ফেলে
ঘরে চলে এসো না,
বই খুলে পাশে বসো
এতো এতো হেসো না!