বেলা পড়ে এলো সবে
ছেড়ে দিই ঘর,
উড়ে উড়ে ভেসে আসে
কোকিলের স্বর।


কালো সাদা পাখি ওড়ে
চারিদিক দিক,
শাড়ী পরা প্রকৃতিটা
করে ঝিকমিক।


গানে গানে ভোরে শুনি
কোকিলের ডাক,
ভোরে উঠে পায়রারা
করে বাকবাক।


বুকে জাগে কত কিছু
ভাটিয়ালী সুর,
কুহুরবে চারিদিকে
যেন ভরপুর।


সুর শুনে শিখে ওঠে
কালো দাড়কাক,
গানপাখি কোকিলের
সুর শোনা যাক।