বাড়ির মালিক কর্তা মশাই,বউ-মালিকীন নিজে,
একটু এদিক-ওদিক হলে হয় ঝাঁমেলা কি যে।
গিন্নীর চোখে চোখ পড়িলে উল্টে কলস ঢেলে,
তিন পৃথিবী এক করে দেয় অফিস থেকে এলে।

অন্যদিনের রুটিন মতো কর্তা ফেরে বাড়ি,
খালী হাতে ফিরছে দেখে সেকি দিলো ঝাড়ি!

মসলাপাতি কে আনেগো আরো যে তরকারী,
কি বলোযে! কাল এনেছি যা ছিলো-দরকারী।

কী বললে এই!চোখ তুলে কও? আবার আমার দিকে-
সারাজীবন বুঝলেনা এই আমার মেজাজটিকে!
হাড় জ্বালিয়ে মারলে তুমি আমি জনমদুখি,
আমার বুজান রইছে আরো কত্ত রকম সুখী।
এই সংসারে আমার কোন কথার নেইতো দাম,
খাটনী খেটে এক করেছি দীল-কলিজা-চাম।

আহা! আহা! কি বলো ও গিন্নী আমার সোনা,
তুমি যা বুঝেছো লক্ষী! বলছি আমি ও না!
কান মলেছি আর কোনদিন এমন হবে না আর,
তুমি দিলে সব করিবো গরম গরম আহার।