আলো দিয়ে গড়া তাঁর আলো হয় সাথী,
মন তাঁর দগদগে সাদা সিদা মাটি।
সব ক্ষণে ভাল চায় মন দিয়ে কারো,
যার কাছে পায় ব্যথা খুশি করে তারো।
মান দিয়ে গড়া তার প্রেম দিয়ে শুরু,
ভালবেসে কাছে ডাকে আমাদের গুরু।


ভাল গুণে দেশ জয় তাই আসে ডাক,
মউ মাছি ভন ভন আসে ঝাক ঝাক।
শিখে নেয় গুরু প্রেম শিখে নেয় সব,
আমাদের তরুনেরা করে সেই রব।
নীতি বাণ ক্ষতিকর সব নেয় শিখে,
কিছু নোট খাতা পুরে নেয় শুধু লিখে।
গুরু দেন সব কিছু জানা যত আছে,
তিনি এই কলিজায় যতদিন বাঁচে।