ওই উড়ে যায় ছোটপাখি
ছোট্ট ডানা মেলে,
ডালিম গাছের ডালে ডালে
কেমন করে খেলে।


হলদে পাখি নাম হলো কি
কুইক কুইক ডাকে,
পাতার রঙে রঙ মিলিয়ে
উড়ছে ঝাঁকেই ঝাঁকে।


কচি ডালের মাথায় পাখি
কেমন করে ওঠে।
পাপড়ি ভেজা ফুলের মধু
চুমুক টানে ঠোঁটে।


পরশ নিতে গাছ সকালে
এলিয়ে রাখে পাতা,
আদর মায়া আগলে রাখে
রোজ নিয়মে ছাতা।


এই পাখিটা ভাবায় যেন
সারাদিনের কাজে,
পড়ার মাঝে সেই পাখিটা
হলদে রঙে সাজে।