হঠাৎ করেই হইছো বড়
বাহবা তোমায় বেশ,
তোমার শ্রমের দানেই তুমি
ধন্য অনিঃশেষ।


তোমায় চেনে দেশ ও জাতি
তুমি সবার বীর,
তোমার তুখোড় ভাষণ শুনে
বুকেই বাঁধে তীর।


তুমি সেরা তুমি কেবা
তোমার উচু শির,
উচু দরের মানুষ করে
তোমার কাছে ভীড়।


তাইতো তুমি ভুলতে পারো
যারা আছে নিচে,
আর আমাদের লাগবে নাতো
তোমার পিছে পিছে।


নয়তো গুরু চাইছি দাবি
বন্ধু হয়েই থাকি,
অ-বন্ধুত্বেই রেখেই দিলে
অন্ধকারেই রাখি।


হঠাৎ করেই হইছো বড়
বাহবা তোমায় বেশ,
পিছন ভুলেই এগিয়ে যাও
দেখুক সারা দেশ।