ভোর হয়েছে দোর খুলে দাও
খোকন এবার ওঠো
আর দেরী নয় এসো, ফুলের-
মতো করে ফোটো।

মৌমাছিরা ঘুরছে ফুলে
কাঠবিড়ালি পুচ্ছ তুলে
পড়ছে নেমে কাজে
এত্তকিছু রেখে তোমার
ঘুমকি বলো, সাজে!

আকাশ থেকে আসছে ঝিলিক-
আলোক ঝলোমলো,
পড়তে বসো- খোকন এসো,
ইশকুলে যাই, চলো—