কোথায় যাবে পেছন ফেলে
আমায় রেখে একা,
ছাড়ছি না ভাই একলা কিছু
যায় কি বলো শেখা!

পণ করেছি ঝুলবো আমি
তোমার পিছন লেজে,
তাই কি তুমি চোখ পাঁকিয়ে
যাচ্ছো এমন তেজে!

তুমি জানো অনেক বেশী
তাই এতরে তেজী,
আমি না হয় সবার থেকে
একটু বেশী লেজী।

কী আর করি যায়যে সময়
পান চিবোতে গিয়ে,
খাওয়ার পরে কাজ কি মানায়
মানায় নাকি বিয়ে!

সব কাজেতে ভুল ধরো যে
এতই আমি ভুলো!
ভুলটা শেখার পূর্ব কথা
তাইতো আমি হুলো।

চালাক তুমি রাতের বেলা
দাও ঘরেতে উকি,
যে পথ থেকে নিত্য আমি
আমার ঘরে ঢুকি।

চোরের মতো পালিয়ে তুমি
বুদ্ধি করো জাহির,
আমি থাকি অন্ধতে না
তোমার থেকে বাহির।

তবু তুমি সেরার সেরা
দিয়েছে  তা কে যে,
তাইতো আমি দুলবো সদা
তোমার বড় লেজে।