খোকার শুধুই প্রশ্ন জাগে
সকল রকম কাজে,
কেমন করে উড়ছে যে মেঘ
মাথায় আসে না যে।


কচুরীপানার লম্বা চুলে
দারুন দেখায় রঙিন ফুলে
জলের উপর বাস,
মুরগী-মোরগ পানির ভয়ে
কাঁপছে থরো থরো হয়ে
ভাসে কেমনে হাঁস?


কোথায় থেকে বর্ষা নামে
কেমনে গরম শরীর ঘামে
ধরছে মাথায় ঝিম,
উড়ছে পাখি ডানার ভরে
ঢুকছে পাখির কেমন করে
নরম পেটে ডিম?


আকাশ হেলে পড়ছে দূরে
সেথাই গেলে নাই,
খোকার প্রশ্নের এত্ত জবাব
কোথায় বলো পাই?